বৈশ্বিক প্রযুক্তি খাতে মোবাইল ডিভাইসের ব্যবহার বাড়ছে প্রতিনিয়তই। ফলে সরবরাহ কমছে ল্যাপটপ ডিভাইসের।
কিন্তু কম্পিউটিং ডিভাইস হিসেবে মোবাইল কখনোই ল্যাপটপের বাজার দখল করতে সমর্থ হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর বিশেষজ্ঞদের এই ধারণায় আস্থা রাখে লেনোভো। যার দরুন আরেকটি নতুন ল্যাপটপ বাজারে এনেছে চীনা প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ভারতের নয়াদিল্লীতে নতুন ল্যাপটপ ‘ইয়োগা ৯০০ কনভার্টিবল’ উন্মোচন করেছে লেনোভো। শিগগিরই ডিভাইসটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বাজারে আসছে।
লেনোভো ইয়োগা ৯০০ পুরনো ইয়োগা ৯০০-এর নতুন সংস্করণ। অধিক ক্ষমতাসম্পন্ন প্রসেসরসহ বেশকিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে নতুনটিতে। হাই-এন্ড ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের স্কাইল্যাক প্রসেসর।
এ ল্যাপটপটিকে বাজারে ছড়িয়ে থাকা সারফেস বুক, সারফেস প্রো ৪-এর মতো উচ্চক্ষমতাসম্পন্ন উইন্ডোজসংবলিত ল্যাপটপের সঙ্গে প্রতিযোগিতায় শামিল হতে হবে।
নির্দিষ্ট করে ৩২০০–১৮০০ পিক্সেল স্ক্রিন রেজুলেশনের ১৩ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লের কথা বলতেই হয়। ষষ্ঠ প্রজন্মের ইনটেল কোর আই৭-৬৫০০ইউ প্রসেসর রয়েছে এতে। ১৬ জিবি র্যামের সঙ্গে থাকছে ৫১২ জিবি এসএসডি।
0 comments:
Post a Comment