অনেক ইন্টারনেটপ্রেমী ভাইরা রয়েছেন যারা খুব একটা দক্ষতা না থাকায় ইন্টারনেট থেকে টাকা আয় করতে সমর্থ হন না। কারন বড় বড় ফ্রিল্যান্সিং সাইটে কাজ পেতে গেলে একটা ভাল রেটিং প্রয়োজন। এই রেটিং পেতে অপেক্ষা করতে হয়। তারপরও বলা যায়না আপনি ফ্রিল্যান্সিং সাইট থেকে কাজ পাবেন কিনা?
কিন্তু আজ আপনাদের জন্য এমন একটি সাইটের কথা বলবো। যারা সত্যিকারার্থে পে করে। যাদের অন্তত মাসে কিছু টাকা আয় করার ইচ্ছা আছে। কেবলমাত্র তাদের জন্যই এই পরামর্শ।
বর্তমান এ যারা বিভিন্ন সাইট গুলোতে কাজ করছেন তারা বেশির ভাগই প্রতারণার স্বীকার হন । প্রথম প্রথম আমিও বেশ কয়েকটি Site এ কাজ করে কোন $ পাইনি । মনে রাখবেন,যেসব Site অধিক মুনাফার প্রলোভন দেখাবে তারা সবগুলোই SCAMMER/প্রতারক Sites .তাই সবার প্রতি অনুরোধ থাকবে যে, বেশি আয়ের আশা করে প্রতারণার স্বীকার হবেন না ।

আমি প্রতিদিন ঘণ্টাখানেক সময় ব্যয় করে পিটিসি বা টাকার জন্য ক্লিকের কাজ করছি এবং আমি নিয়মিত টাকা পাচ্ছি। এই সাইটগুলোতে ক্লিক করে আমি দৈনিক প্রায় ১০ থেকে ১২ ডলার পর্যন্ত ইনকাম করতে পারছি। শুরু করেছিলাম একেবারেই খালি হাতে। এরপর নিয়মিত ধৈর্য্য ধরে ক্লিক করে গেছি। এরপর যখনই একাউন্টে কিছু টাকা জমেছে তখনই কিনেছি কিছু রেফারেল। এভাবেই শুরু। যে কেউই ধৈর্য্য ধরে কাজ করলে প্রথম ১০ থেকে ১৫ দিনের মধ্যেই কয়েকটি রেফারেল কিনে বা বিভিন্নভাবে ডাইরেক্ট রেফারেল বাড়িয়ে দিনে দিনে আয়টাকে বাড়াতে পারেন এবং কিছুদিনের মধ্যেই সদস্যপদ আপগ্রেড করতে পারবেন। সদস্যপদ আপগ্রেড করলে ক্লিক প্রতি বেশি রেট পাওয়া যায়। এমনকি রেফারেল ক্লিকেও ভালো পয়সা যাওয়া যায়। অসীম ধৈর্য্য ধরে যিনি এই কাজের পেছনে নিয়মিত সময় দেবেন তিনি ৩ থেকে ৬ মাসের মধ্যে একটি ভালো অংকের টাকা প্রতিদিন আয় করা শুরু করবেন। পরবর্তীতে আপনি আপনার চিন্তাটাকে আরও বড় করে আয় বাড়াতে পারেন। আমি Clixsense কে একটি পরীক্ষিত সাইট হিসেবে কাজ শুরু করেছিলাম এবং সুফল পাচ্ছি। তাই সবার আগে আমি সেটাকেই সমর্থন করি।
পরপর বেশ কয়েকটি পরীক্ষিত সাইটে কাজ করে এখন মনে করছি এই আয়টি ধরে রেখেই আরও আপগ্রেড হতে হবে। তাহলে আরও আয় বাড়বে।
আসলে এটা একটা ছক। অনেকেই পিটিসির সাইটে সদস্য হয়ে কিছুদিন ক্লিক করে ধের্য্যহারা হয়ে যান। তারপর ক্লিক করা ছেড়ে দেন। এখানেই আমরা পিছিয়ে পড়ি। আমি এখানে ২টি বিষয় নিয়ে আলোচনা করবো-
ধরা যাক, একজন সাধারণ সদস্য হিসেবে আমি একটি সাইটে ক্লিকপ্রতি .০১ ডলার করে ৫টি এ্যাড ক্লিক করলে দিনে .০৫ ডলার ইনকাম করতে পারবো। এক্ষেত্রে আমার ১ জন রেফারেল থাকলে তার প্রতি ক্লিকে আমি পাবো .০০১ ডলার (সাধারণত আরও বেশি) অর্থাৎ তার ১ দিনের ৫টি ক্লিকে পাবো .০০৫ ডলার। এখন যদি আমার ৫০০ রেফারেল থাকে তাহলে রেফারেল ক্লিক থেকে আমার কত আয় হবে? ৫০০x.০০৫= ২.৫ ডলার। এই আয়টাকে একটু কমিয়ে হিসাব করেন। কারণ সব রেফারেল সবদিন ক্লিক করে না।
অর্থাৎ দিন শেষে আপনার ক্লিক করা আয়সহ আয় হবে ২ ডলার এবং .০৫ ডলার= ২.০৫ ডলার। কি যথেষ্ট নয়?
ছক ২
এ পর্যায়ে সদস্যপদ আপগ্রেড করতে হবে। আপনার আয় দিয়েই আপনি আপগ্রেডেড হতে পারেন। আপনি যদি আপগ্রেডেড হন সেক্ষেত্রে আপনি একই সাইটে ক্লিকপ্রতি পাবেন .০২ ডলার অর্থাৎ দিনে .১০ ডলার । তখন আপনার রেফারেল ক্লিকপ্রতিও রেট বেড়ে .০০৬ হয়ে যাবে। অর্থাৎ ৫০০x.০০৬ = ৩ ডলার আসবে রেফারেল ক্লিক থেকে এবং আপনারটা মিলে মোট আয় হবে ৩.১০ ডলার। একটু কমবেশি হতেই পারে। আর Clixsenseএর সবচেয়ে বড় সুবিধাটি হল, আপনি Ad এ ক্লিক করে যে টাকা আয় করবেন তার থেকে বেশি আয় করতে পারবেন Task Complete করে।কিন্ত ওখানে Offer যেগুলো আছে সেগুলো মূলতঃ Optional, তাই এটা নিয়ে মাথা না ঘামিয়ে প্রতিদিন Task Completeকরার চেষ্টা করবেন।
Site Link- http://Clixsense.com
যত বেশি বেশি মানুষকে আপনি আপনার একাউন্টের সাথে আড করতে পারবেন, আপনার আয় তত দ্রুত পরিমানে বাড়তে থাকবে।
এসব সাইটে টাকা জমা হবার পর টাকা তোলার জন্য আপনি ক্রেডিট অথবা ডেবিট Card ব্যবহার করতে পারেন। ডেবিট অথবা ক্রেডিট Card না থাকলে Virtual Account যেমন, Paypal অথবা Payzaদিয়ে টাকা তুলতে পারেন।এই Card গুলো সবগুলো আবার Trusted না। তবে যেহেতু বাংলাদেশে Paypal Support করে না, সেহেতু এখান থেকে http://www.payza.com তে গিয়ে সহজেই টাকা ট্রান্সফার করে পরে বাংলাদেশের যে কোন ডেবিট অথবা ক্রেডিট Card এর মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন। তবে অবশ্যই আপনার Clixsense Account এর ভেতরে Payment অপশন এ Payza একাউন্টে যে Email Address ব্যবহার করেছেন সেটা Set করে দিতে হবে।
পেইজা তে এখান থেকে একাউন্ট খুলতে পারবেন- http://www.payza.com
আজ এটুকুই। আমার লেখাগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। লেখাগুলো ভালো অথবা খারাপ লেগে থাকলে প্লিজ কমেন্ট করে, Like অথবা Dislike দিয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।
kono problem hole apnar sate contract korbo ki vabe?
ReplyDeleteapnar kono E-mail or phn number plz
My Email talhayeasin1@gmail.com
Delete