আসসালামুয়ালাইকুম।
সবাইকে আজকের OUTSOURCING / Freelancing Tutorial এ স্বাগতম,আশা করে সবাই টিউনের Tittle দেখে বুঝে গেচেন যে কি নি আলোচনা হতে যাচ্ছে আজকে মূলত আলোচনা করবো বর্তমান সময়ের সবছেয়ে জনপ্রিয় পেশা Freelancing / Outsourcing নিয়ে বর্তমানে অনলাইন জগতে সবছেয়ে ঈর্ষাণীয় পেশা হল Freelancing / Outsourcing,আপনি ছাইলে আপনার এই ক্যারিয়ার শুরু করতে পারেন প্রতিদিন ছোট ছোট আয়ের মাধ্যমে,আমাদের সঠিক ধারণা এবং সঠিক Guideline না থাকার কারণে আমার আমাদের টার্গেটের আগেই দূরে চলে যেতে হয়যাতে করে আমাদের এই বিষয়ে অনেকের অনেক ধরণের ধারণা সৃষ্টি হয়।
আমার এই বিষয়ের উপর ধারাবাহিক টিউন থাকচে,
আমাদের সাথে থাকুন আশা করে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন।আজকে থাকবে কিবাভে প্রতিদিন ছোট ছোট কাজ করে আয় করা যায়।
এখানে মূলত MicroWorker এর মত একটি Web site নিয়ে কথা বলা হয়েচে যাহা মুলত Microworker এর চেয়েও অনেক গুনে ভাল এবং তাদের ছেয়েও অনেক বেশি পে করে যার কারনে আমার পক্ষে থেকে আপনাদের শিখার জব্য এতটুকো ছেস্টা করলাম মাত্র।আপনাদের প্রতি একটা অনুরোধ অবশ্যই এই টিউন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যদি কোন ধরণের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের Facebook Group ও করে নিতে পারেন, যারা আমার আগের Tune দেখেন নি তারা অবশ্যই আগের টিউন দেখে আসবেন
সামনের পর্বে থাকবে SEO এর Advance পর্ব নিয়ে যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে ভূলবেন না
0 comments:
Post a Comment