বাদুড় ধরে বিক্রি হয় হোটেলে মোটেলে

কাউকে বাদুড় ধরতে দেখলে প্রতিরোধ করুন, পুলিশে জানান।
কারণ বাদুড় ধরে বিক্রি হয় হোটেলে। তারা প্রাণীটিকে মুরগী বা পাখির মাংস বলে বিক্রি করে। সবাই সাবধান থাকবেন।
সম্প্রতি নাটোর থেকে উদ্ধার মৃত বাদুড় যাচ্ছিলো হোটেল মোটেল। বিশেষ করে যশোরে। ভ্রাম্যমান আদালত শিকারীকে ধরে জেল জরিমানা করে। পরে মৃত বাদুড়গুলো মাটি চাপা দেওয়া হয়।

বাদুড় কোন দোষের প্রাণী নয় বরং তাকে খাওয়া দোষের। বাদুড় বা বন্যপ্রাণীদের তার মতো চলতে দিন তাহলে সব ঠিক থাকবে সবুজ প্রকৃতি ও মানব সভ্যতা।

0 comments:
Post a Comment