AllBanglaTips24 is a the best Bangla Blog from where you will get all important info which needed to use internet. We are always care about your needed.Use our Bangla Blog for any need.

ইসরাইলের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শোধনাগারটি বাজান কোম্পানির মালিকানাধীন।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগুনের লেলিহান শিখা আরো ছড়িয়ে পড়তে পারে।
হাইফা ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়োরাম লেভি বলেছেন, “এটা একটা মারাত্মক ঘটনা। আমাদের এই মুহূর্তের মূল লক্ষ্য হচ্ছে- অন্য ট্যাংকিগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা কারণ এসব ট্যাংকে বিপজ্জনক উপাদান রয়েছে।”
লেভি জানান, যখন আগুন লাগে তখন ট্যাংকিতে ১০০০ লিটার পেট্রোল ছিল কিন্তু কী কারণে আগুন লেগেছে এখনো তা নিশ্চিত হওয়া যায় নি। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এবং আগুনের তীব্রতার কথা বিবেচনা করে ওই এলাকায় যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ দূষণের আশংকায় স্থানীয় লোকজনকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : ওয়েবসাইট
Share:

0 comments:

Post a Comment