AllBanglaTips24 is a the best Bangla Blog from where you will get all important info which needed to use internet. We are always care about your needed.Use our Bangla Blog for any need.

ওয়েবসাইট দিয়ে Earn করুন Unlimited।গুগল অ্যাডসেন্স এই শেষ ভরসা নয়

https://s3-eu-west-1.amazonaws.com/3tags-prod/article/90722a3cae61136a083da587b6ad616d2b4a95c2/5623d341eb92c/
আজ একটা পোস্ট দিছিলাম সকালে হয়ত সবার কাছে ভাল লেগেছে তাই আর একটা দিলাম। আমি কোন Daily টিউনার না। আসলে এটাও জানি না কিভাবে টিউন লিখতে হয়। কোন ভুল হলে ক্ষমাশীল দৃষ্টি তে দেখবেন।

গত শুক্রবার এর এক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি সকাল ১০ টার দিকে সাইবার ক্যাফে টে বসে আসি। আমার এক ভাই এর ক্যাফে ভাই আসে নাই তাই আমি ছিলাম। যাই হক আমার পাশে এক Uncle এসে বসলো আমার আব্বু  থেকে একটু বড় হবে বা সমান হবে (এটা একটু বেশি বলে ফেললাম)। কিছু টাইম পর টার দিকে লক্ষ করলাম দেখি তিনি আমাদের সবার প্রিয় PTC নিয়ে মহা ব্যস্ত। তিনি ৪৫ মিনিট ছিলেন। বিল হল ২০ টাকা।
কিছু টাইম পর ভাই আসলো আমি তাকে বললাম এক লোক আইসিল বয়স ৪৫-৫০ PTC করল অই লোক টা কে? ভাই আমাকে বলল অই লোক নাকি Daily আসে। আমি তো পুরা অবাক এ কি কাহিনী। তাহলে অই লোক এর Daily খরচ ২০ টাকা। প্রতি মাস এ খরচ করঃ
২০X৩০= ৬০০ টাকা
তিন মাসে খরচঃ
৬০০X৩=১৮০০ টাকা
নেট খরচ+ Invest :
১৮০০+৭০০= কত হয় আর বললাম না।
এবার আসি গুগল অ্যাডসেন্স এ, এটা থেকে যে প্রচুর Earn করা যায় এটা প্রায় সবাই জানে। তাই আমি আর অই পেচাল পারব না। এই লেখাটি তাদের জন্য যারা মনে করে গুগল থেকে ব্যান্ড খাইসি আমার সব শেষ। আমি প্রথম যখন ওয়েবসাইট থেকে Earn করার চিন্তা করি তখন একটা English ব্লগ এ পড়ি যে ২৮ ভাবে ওয়েবসাইট থেকে Earn করা যায় গুগল হল PPC Advertising Networks এর মধ্যে একটা ওয়েবসাইট আর ও ২৮ টা পথ আছে PPC ছাড়া। এর জন্য আমি বলি আগে একটা ভাল ওয়েবসাইট বানান। আসলে ভাল ওয়েবসাইট বলতে দেখতে ভাল হতে হবে সেটা না। ভাল পোস্ট থাকতে হবে। পোস্ট এর মধ্যে অনেক কিছু দেখার আসে, সব পোস্ট এই পপুলার হয় না। SEO এর দিকে ও একটু মনোযোগ দিতে হবে। যারা করতেছেন তারা জানেন। আর ১০০ টা ক্লিক না করে ২ টা ভাল পোস্ট করা অনেক ভাল বেপার। আপনার ইংলিশ যেমন দিন দিন ভাল হতে থাকবে একটা সময় লাইফ টাইম Earn ও করতে পারবেন। আসুন আমরা এইডস এবং PTC উভয় কে না বলি। To make a free website Go to Blogger.com
ধন্যবাদ
Share:

0 comments:

Post a Comment