AllBanglaTips24 is a the best Bangla Blog from where you will get all important info which needed to use internet. We are always care about your needed.Use our Bangla Blog for any need.

৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ


ছয় দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা।

বুধবার রাত পৌনে ৮টার পর কিছু সময় ধরে রাজধানীতে কম্পন অনুভূত থাকে। বড় বড় ভবনগুলো দুলতে থাকলে আতঙ্কও দেখা যায়।

একই সময় চট্টগ্রামসহ অন্য জেলাগুলো থেকেও কম্পনের খবর আসতে থাকে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে দুলতে থাকায় অনেক ভবন থেকে মানুষ আতঙ্কে নেমে এলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2016/04/13/eq-myanmar.jpg/ALTERNATES/w640/
Share:

0 comments:

Post a Comment