AllBanglaTips24 is a the best Bangla Blog from where you will get all important info which needed to use internet. We are always care about your needed.Use our Bangla Blog for any need.

আপনি কি অনলাইনে আপনার ক্যারিয়ার গড়তে চান

আপনি কি অনলাইনে আপনার ক্যারিয়ার গড়তে চান? কিন্তু সঠিক প্ল্যাটফরম পাচ্ছেন না? এদিকে আসুন। বুঝুন।নিশ্চিত আয় হবে।

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠক,
কেমন আছেন আপনি? আশা করি ভাল আছেন। আল্লাহতাআলার অশেষ রহমতে আমিও ভাল আছি। শিরোনাম দেখেই হয়তো বুঝে ফেলেছেন কি বিষয়ে টিউন করতে বসেছি। অার কথা বাড়াচ্ছি না। কাজের কথায় অাসছি।
অামরা সবাই ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে চাই। কেউ কেউ হয়তো ইতিমধ্যে টাকা ইনকাম করতে পারছি। অাবার অনেকেই অাছি টাকা ইনকাম করা তো দূরে থাক সঠিক দিকনির্দেশনার অভাবে কিভাবে শুরু করবেন সেটাই বুঝে উঠতে পারছি না। অামার  টিউন মূলত তাদের জন্যই।


অামি অাপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দিচ্ছি যেখানে খুব সহজে ও অল্প পরিশ্রমে অাপনারা টাকা ইনকাম করতে পারবেন।

অামরা যারা এ লাইনে নতুন অর্থাৎ তেমন কোন কাজ জানিনা তারাও খুব সহজে এখান থেকে অায় করতে পারবেন। এক কথায় এখানে কাজ করতে অাপনার কিচ্ছু জানতে হবে না। সুধু অাপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই চলবে।

হ্যা অামি এই সাইটটির কথাই বলছি। সাইটটিতে জয়েন করবেন কি করবেন না সেটা অাপনার মর্জি। তবে সিদ্ধান্ত নেওয়ার অাগে এর সম্পর্কে কিছু জেনে নিন।।

Getpaid.social
এটি একটি নতুন সাইট। গত ডিসেম্বর মাস থেকে এর যাত্রা শুরু হয়েছে। কিন্তু এরই মদ্ধে সাইটটির মেম্বার সংখ্যা ১ লাখ পার হয়ে গেছে। বুঝতেই পারছেন সাইটটি অল্প সময়ের মদ্ধেই কতটা জনপ্রিয় হয়ে গেছে। এর জনপ্রিয়তার কারন হলো এর এডমিনের স্বচ্ছতা এবং স্পষ্ট ব্যবসায়ীক নীতি। ইতিমদ্ধেই তারা ৩০০০০ এর ও বেশি পেমেন্ট দিয়েছে।

এতে যেসব কাজ করতে হয়ঃ
getpaid.social সাইটে কাজ করা খুবই সহজ।এতে সাধারনত নিম্নমত টাস্ক কমপ্লিট করতে হয়।
  • কোন টিউনে লাইক দিতে বলা হবে।
  • ফেসবুকের কোন পেজে লাইক দিতে বলা হবে।
  • অাপনাকে  একটা লিংক দিয়ে তা ভিজিট করতে বলা হবে।
  • কোন টিউন শেয়ার করতে হবে।
অারও কাজ অাছে sign up করলেই দেখতে পাবেন।

ইনকাম হিসাবঃ
একজন ফ্রি মেম্বার হিসেবে আপনি একদিনে সর্বোচ্চ ২৫ টি টাস্ক পাবেন কমপ্লিট করার জন্য। প্রতি টাস্কের জন্য অাপনাকে দেওয়া হবে $0.10। তাহলে একদিনে অাপনার মোট আয় দাড়াচ্ছে ২৫ টি টাস্কের জন্য $2.5। এখান থেকে $0.5 অাপনার reward credit balance এ যোগ হবে। বাকি $2.0 অাপনার মূল ব্যাল্যান্সে যোগ হবে। অাপনার ব্যাল্যান্স $10 হলেই পেআউট করতে পারবেন। এছাড়া রেফারেলের মাধ্যমেও অাপনি ইনকাম বাড়াতে পারবেন।

রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
সাইন অাপ করতে ক্লিক করুন এই লিংকে.
নিচের  চিত্রের মত পেজ আসবে-

Click here to Join Now তে ক্লিক করুন। নিচের মত পেজ আসবে-







  • সকল  তথ্য দিন। email address এ আপনার কোন ফেসবুক আইডির email দিন।
  • username ও password কমপক্ষে ৫ অক্ষরের হবে।
  • join now চাপুন।
email verification চাইলে email verify করুন।

অ্যাকাউন্ট তৈরি। এবার Log in করুন। আপনি আপ্নার অ্যাকাউন্টের dashboard এ প্রবেশ করবেন। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য এবং available task পাবেন। টাস্ক টি সম্পন্ন করার চেস্টা করুন। আপনি ইনকাম করা সুরু করা থেকে মাত্র এক পা দুরে। এখন শুধু আপনার ফেসবুক app set up দেওয়া বাকি।

ফেসবুক অ্যাপ সেট অাপঃ

ফেসবুক  অ্যাপ সেটঅাপ দেওয়া খুবই সহজ। এটি কিভাবে করতে হয় তা শিখতে ২ মেগার ভিডিও টি দেখে নিন।
ফেসবুক app set up দিতে ৩ টি তথ্যের প্রয়জন হবে। যথা-
  1. App domain
  2. Site Url
  3. Privacy Url
তথ্য ৩টি পাবেন এই লিংকে।
আপনি এখন fb app তৈরি করতে প্রস্তুত। ফেসবুক app তৈরি করতে
এবার ভিডিও অনুযায়ী app তৈরি করুন এবং getpaid.social এ set up দিন।
All Complete. Now You are ready for earning in GETPAID.SOCIAL 

 

Share:

0 comments:

Post a Comment