AllBanglaTips24 is a the best Bangla Blog from where you will get all important info which needed to use internet. We are always care about your needed.Use our Bangla Blog for any need.

বাদুড় ধরে বিক্রি হয় হোটেলে মোটেলে

বাদুড় ধরে বিক্রি হয় হোটেলে মোটেলে

https://scontent.fdac5-1.fna.fbcdn.net/v/t1.0-9/

কাউকে বাদুড় ধরতে দেখলে প্রতিরোধ করুন, পুলিশে জানান।
কারণ বাদুড় ধরে বিক্রি হয় হোটেলে। তারা প্রাণীটিকে মুরগী বা পাখির মাংস বলে বিক্রি করে। সবাই সাবধান থাকবেন।
সম্প্রতি নাটোর থেকে উদ্ধার মৃত বাদুড় যাচ্ছিলো হোটেল মোটেল। বিশেষ করে যশোরে। ভ্রাম্যমান আদালত শিকারীকে ধরে জেল জরিমানা করে। পরে মৃত বাদুড়গুলো মাটি চাপা দেওয়া হয়।



Image may contain: 1 person, standing, crowd and outdoor
বাদুড় কোন দোষের প্রাণী নয় বরং তাকে খাওয়া দোষের। বাদুড় বা বন্যপ্রাণীদের তার মতো চলতে দিন তাহলে সব ঠিক থাকবে সবুজ প্রকৃতি ও মানব সভ্যতা।


Image may contain: one or more people and outdoor
Share:

ডিসেম্বরে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ


দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের স্বপ্ন এখন বাস্তবায়ন হতে চলছে। এর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ডিসেম্বরে এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া যদি অনুকূলে না থাকে, তাহলে সেটা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ করা হতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইটি তৈরি হয়েছে ফ্রান্সে। এটি তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে এর নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা। স্যাটেলাইটের জন্য দুটি গ্রাউন্ড স্টেশন নির্র্মাণের কাজও শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বরে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন নির্মাণ শেষ করতে দ্রুত কাজ এগিয়ে চলছে। গ্রাউন্ড স্টেশনের মধ্যে ১০ টন ওজনের ২টি অ্যান্টেনা স্থাপন করা হয়েছে এবং ভবন তৈরির কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। বিদ্যুতের জন্য জেনারেটর স্থাপন ও বিদ্যুৎ সরবরাহে ছয়টি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। ডিসেম্বরে উৎক্ষেপণের আগে নভেম্বর থেকে গ্রাউন্ড স্টেশনের পরীক্ষামূলক কাজ শুরু হবে। আগামী বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎক্ষেপণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে। সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। এ স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে সরকার আশা করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পটি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ পুরস্কারও পেয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর আমাদের দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট, টিভি চ্যানেলসহ তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নতি লাভ করবে। উৎক্ষেপণের তিন বছর পর আমাদের জনবল দ্বারা এটি পরিচালনা করা হবে। এর মধ্যে দক্ষ জনবল তৈরির জন্য ১৮ জনকে প্রশিক্ষণ নিতে ফ্রান্সে পাঠানো হবে।
Share:

আপনি জানেন কি, সিপিইউ থেকে হ্যাক হতে পারে আপনার সম্পূর্ণ কম্পিউটার?

যদি আপনাকে বলি, আপনার কম্পিউটারের সাথে এমন একটি স্পেশাল চিপ লাগানো রয়েছে—যেটি আপনার কম্পিউটারের সকল হার্ডওয়্যারকে নিয়ন্ত্রন করার ক্ষমতা রাখে এবং রিমোট ভাবেও একে অ্যাক্সেস করা যায় এবং এটিকে ডিসেবল করার কোন উপায় নেই। কি শুনতে অদ্ভুত লাগছে? অদ্ভুত হলেও ব্যাপারটি সম্পূর্ণ সত্য এবং ভয়াবহও বটে। আজকের আর্টিকেলে এমন বিষয় নিয়ে আলোচনা করবো, যা হয়তো আপনি আগে কখনোই শোনেন নি।

প্রসেসর রিস্ক?

আজকের বেশিরভাগ কম্পিউটার গুলোর প্রাণ হিসেবে ব্যবহৃত হয় ইনটেল এবং এএমডির প্রসেসর গুলো। আপনি যদি ইনটেল প্রসেসরের কম্পিউটার ব্যবহার করে থাকেন তবে নিশ্চয় ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন নামটি শুনেছেন বা ড্রাইভার ইন্সটল করার সময় দেখেছেন। আবার আপনি এএমডি ইউজার হলে প্লাটফর্ম সিকিউরিটি প্রসেসর নামটি শুনে থাকবেন। কিন্তু আপনি জানেন কি গত দশ বছর ধরে যতোগুলো কম্পিউটার তৈরি হয়েছে এদের মধ্যে ইনটেল এবং এএমডির প্রসেসর দিয়ে চলা কম্পিউটারে এই দুই ধরনের চিপ লাগানো রয়েছে—আর এই চিপ গুলো সকল কম্পিউটারেরব্যাকডোর হিসেবে কাজ করে। যদিও ইনটেল এবং এমডি এটা প্রতিজ্ঞা করে, এই ব্যাকডোর শুধু তারা তাদের বৈধ কাজে ব্যবহার করে, তারপরেও কিছু কারণ রয়েছে যার জন্য আপনার দুশ্চিন্তা করা জায়েজ রয়েছে।

ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন

তো ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন মূলত কি জিনিস? এটি মূলত একটি ভিন্ন এবং সহযোগী প্রসেসর চিপ বলতে পারেন, যেটি ফিজিক্যালি প্রত্যেকটি ইনটেল চিপসেটের সাথে চিপকানো থাকে। সহজ ভাষায় বলতে গেলে, ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন আপনার মূল কম্পিউটারের মধ্যের আরেকটি কম্পিউটার বলতে পারেন। কিন্তু সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো, প্রায় আমরা কেউই জানিনা এটি কি কাজে ব্যবহৃত হয়। এটি মূলত ইনটেলের মালিকানাধীন কোডের উপর কাজ করে এবং ইনটেল এর সোর্স কোড কখনোই রিলিজ করে না। তবে অবশ্যই এতে বৈধ ফিচার রয়েছে যেগুলো ইনটেল তাদের সেবার মানকে উন্নয়ন করার জন্য ব্যবহার করে। চলুন নিচের লিস্ট থেকে জেনে নেওয়া যাক এই হার্ডওয়্যার কি কাজ গুলো করতে পারে;
  • এটি সরাসরি আপনার র‍্যামের উপর নিয়ন্ত্রন গ্রহন এবং র‍্যাম ব্যবহার করতে পারে, এবং র‍্যাম ব্যবহার করার জন্য মেইন সিপিইউ এর মোটেও সহযোগিতা গ্রহন করে না
  • এটি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকা সকল যন্ত্রানুষঙ্গ এর উপর নিয়ন্ত্রন নিতে পারে; মাউস, কীবোর্ড, হার্ডড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ, ওয়েবক্যাম ইত্যাদি সবকিছু অপারেট করতে পারে
  • এটি আপনার কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে কানেক্টেড হয়ে সহজেই যেকোনো নেটওয়ার্ক ট্র্যাফিক সেন্ড বা রিসিভ করার ক্ষমতা রাখে, তাছাড়া এটি ইন্টারনেট ফায়ারওয়ালকে আরামে বাইপাস করতেও সক্ষম
  • তাছাড়া এটি কম্পিউটারের সম্পূর্ণ অপারেটিং সিস্টেমকে বাইপাস করার ক্ষমতা রাখে, এমনকি কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম না থাকলেও এটি কম্পিউটারকে অপারেট করার ক্ষমতা রাখে
  • এই প্রসেসর চিপের এতো ক্ষমতা থাকার পরেও এটি রিমোট ভাবে আপনার কম্পিউটার অন বা অফ করার ক্ষমতা রাখে, অর্থাৎ আপনার কম্পিউটার অফ থাকা অবস্থায়ও এটি অনেক কিছু করতে পারে
এই চিপের ফিচার গুলো দেখে নিশ্চয় ভাবছেন, “আরে, ফাজলামু নাকি? এই চিপ এতো কিছু অ্যাক্সেস করেই বা কীসের জন্য আর এই চিপ কোম্পানি বানিয়েছেই বা কেন? আবার তার উপরে এই ফিচার গুলোকে আমি ডিসেবলও করতে পারবো না!” এই চিপটিকে আপনার কম্পিউটারের সাথে চিপকিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রিমোট ভাবে আপনার কম্পিউটারটি আপডেট বা রিপেয়ার করে দেওয়ার জন্য। আপনি ভালো করেই জানেন, ইনটেলের মতো দৈত্যাকার কোম্পানির কাছে কতোগুলো গ্রাহক থাকে, এখন এই কোটি গ্রাহকের সাপোর্ট সেবা দেওয়ার জন্য ইনটেল তো নিশ্চয় সবার বাড়ি বাড়ি যাবে না, তাই না? তাই এরা এরকম সিস্টেম আগে থেকেই সেটআপ করে রাখে যাতে একসাথে বাল্কভাবে সকল সিস্টেম গুলোতে আপডেট এবং রিপেয়ার করে দিতে পারে।
এখন হয়তো বলবেন, “ঠিক আছে, ভালো ফিচার এবং অনেক ইউজার এ থেকে উপকৃতও হবে, কিন্তু এটা আমার পার্সোনাল কম্পিউটার আর আমার এই জিনিষের দরকার নেই, তাই ইনটেল এখন আমাকে বলো কীভাবে আমি এটাকে ডিসেবল করবো?” আর এখানেই আপনার জন্য দুঃসংবাদ, আপনি ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন চিপের কার্যক্রমকে ডিসেবল করতে পারবেন না এবং এমন কোন ইনটেল প্রসেসর বাজারে কিনতেও পাবেন না, যেখানে আগে থেকে এই চিপ লাগানো নেই। এমনকি আপনি যদি ইনটেল বাদ দিয়ে এএমডি প্রসেসর ব্যবহার করার চিন্তা করেন তারপরেও এটিকে স্কীপ করতে পারবেন না। কেনোনা আগেই উল্লেখ্য করেছি, এএমডি প্রসেসরেও তাদের এই ধরনের চিপ লাগানো রয়েছে, যার নাম প্লাটফর্ম সিকিউরিটি প্রসেসর বা পিএসপি। আর ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিনের মতো এটিও আপনার কম্পিউটারের সকল কিছু ম্যানেজ করার ক্ষমতা রাখে এবং আমাদের কোন ধারণায় নেই এটি কোন কোডের উপর কাজ করে।

সেলফোনে?

“তো ঠিক আছে ভাই, বুঝলাম! আমার কম্পিউটারে এক সিক্রেট ব্যাকডোর রয়েছে আর আমি সেটাকে ডিসেবলও করতে পারবো না, কিন্তু আমার সেলফোনতো এই ব্যাপার থেকে নিরাপদ তাই না? কেনোনা সেলফোনে তো ইনটেল বা এএমডির প্রসেসর লাগানো থাকে না! তো এই দিক থেকে অন্তত নিরাপদ, নাকি?” জী না, ভুল কথা! আপনি কখনোও কি বেসব্যান্ড প্রসেসরের সম্পর্কে শুনেছেন? অবশ্যই শোনেন নি, কিন্তু প্রত্যেকটি সেলফোনে এই প্রসেসর লাগানো থাকে, এটি মূলত ফোনের এন্টেনা থেকে রেডিও সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে কনভার্ট করে। তো অবশ্যই আপনার ফোনটি প্রোপারভাবে কাজ করার জন্য এই চিপ থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং অবশ্যই হ্যাঁ, এই চিপ আপনার ফোনের সকল ডাটার উপর নিয়ন্ত্রন রাখার লো লেভেল অ্যাক্সেস রয়েছে। আরেকটি কথা জেনে রাখা ভালো, ইনটেলের ম্যানেজমেন্ট ইঞ্জিন এবং এএমডির প্লাটফর্ম সিকিউরিটি প্রসেসরের মতো বেসব্যান্ড প্রসেসরের কোডিও মালিকানাধীন। অর্থাৎ যে প্রস্তুতকারী কোম্পানি আপনার ফোনটি বানিয়েছে তার নিজের কোড দ্বারা এই প্রসেসরকে লাগিয়ে থাকে, যেটা এমনিতে কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু প্রসেসরটি নিজে সবকিছু অ্যাক্সেস করার ক্ষমতা রাখে।

পয়েন্ট?

“সবই বুঝলাম ভাই, ব্যাট এতক্ষণের আলোচনার পয়েন্ট কি? ইনটেল আর এএমডি তো আমাদের পিসি হ্যাক করবে না, তাই না? আবার কোডটিতে নিশ্চয় বিশাল এনক্রিপশন লাগানো রয়েছে, তাহলে এই আলোচনার ফলাফল কি?” —হ্যাঁ ভাই, অবশ্যই ইনটেল বা এএমডি এই সিক্রেট ব্যাকডোর ব্যবহার করে আপনার কম্পিউটারের উপর নজর রাখা বা একে হ্যাক করবে না। কিন্তু এখানে শুধু ইনটেল বা এএমডি একাই ভয়ের কারণ নয়। এখানে ভয়ের ব্যাপার হলো এই চিপ যদি কোন হ্যাকার গ্রুপ ক্র্যা**ক করে ফেলে অথবা কোন গভর্নমেন্ট যদি এর অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে তবে সেটা নিঃসন্দেহে ভয়াবহ হতে পারে। হ্যাঁ, এই চিপে অনেক হার্ডকোর এনক্রিপশন লাগানো রয়েছে, কিন্তু আমি আগেই বলেছি কোন এনক্রিপশনই আপনাকে ১০০% নিরাপত্তা দিতে পারবে না। ক্র্যা**ক করতে অনেক কঠিন বা কষ্ট সাধ্য হলেও এমনটা কিন্তু নয় যে, সেটা ক্র্যা**ক করায় যাবে না।
হতে পারে কোন হ্যাকার এই চিপের অত্যন্ত চালাকির সাথে কোন দুর্বলতা খুঁজে বেড় করে ফেলবে, আর এটি যদি সম্ভব হয় তবে সে এই পৃথিবীর প্রায় যেকোনো কম্পিউটারের উপর নিজের নিয়ন্ত্রন নিয়ে ফেলতে পারবে যেগুলো ইনটেল বা এএমডির প্রসেসরে রান করে। আর যেহেতু এই চিপ কম্পিউটারের মেইন প্রসেসরকে বাইপাস করে কাজ করে, তাই আপনার পিসিকে হ্যাক অ্যাটাক থেকে বাঁচানো প্রায় অসম্ভব নয় বরং সম্পূর্ণ অসম্ভব। যেহেতু এই চিপ সরাসরি পিসির নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারে এবং ট্র্যাফিক রিসিভ এবং সেন্ড করতে পারে তাই হ্যাকার সহজেই আপনার কম্পিউটারে যেকোনো ম্যালওয়্যার ইনজেক্ট করিয়ে দিতে পারে। ম্যালওয়্যারটিকে যদি অপারেটিং সিস্টেম ফায়ারওয়াল ব্লক করে দেয় তবে এই চিপ সেই ব্লককে সহজেই বাইপাস করে নিতে পারে।
যদিও এই চিপ এবং এই চিপের কোড ক্র্যা**ক হওয়া প্রচণ্ড কঠিন ব্যাপার তার পরেও অসম্ভব কিছু নয়। আমরা ১% হলেও এমন অজানা কোন হ্যাক অ্যাটাকের সম্ভবনায় রয়েছি। এখানে আরেকটি কথা চিন্তা করার মতো, দেখুন এই চিপের কোড কিন্তু মালিকানাধীন, যদি ওপেন সোর্স কোড হতো হবে সবাই এর কোড পড়তে পারতো এবং যদি এতে কোন ত্রুটি থাকে তবে হয়তো কোন ভালো আইটি স্পেশালিষ্ট কোম্পানিকে জানিয়ে দিতে পারতো, সেই ত্রুটিকে কোন ব্ল্যাকহ্যাট হ্যাকার ডিটেক্ট করার পূর্বে। কিন্তু যেহেতু এটির কোড কেউ জানেনা এবং এটি একটি ক্লোজড কোড তাই ভালো মানুষ এর ত্রুটি খোঁজার আগে খারাপ ব্যক্তিই আগে ত্রুটি খোঁজার চেষ্টা করবে, আর কোন ক্রমে সে সফল হয়ে গেলে নিশ্চয় সে আর সেটা কোম্পানিকে শেয়ার করবে না।

শেষ কথা

হ্যাক হওয়ার সম্ভবনা যতোই অল্প হোক না কেন, তবে এই ধরনের হ্যাক অ্যাটাক যে ঘটতে পারে এই ব্যাপারে আন্দাজ করা যায়। যদি প্রসেসর থেকে হ্যাক অ্যাটাক হয়েই যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? কিছুই না! একেবারেই কিছু করতে পারবো না। এটা একদমই ব্যাপার না আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন কিংবা কতো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করছেন। আসলে অনেক সময় অনেক স্ট্রং পাসওয়ার্ডও আপনাকে নিরাপত্তা দিতে পারে না। ধরুন আপনি ৫০ অক্ষরের পাসওয়ার্ড সেট করে রেখেছেন, কিন্তু কেউ আপনার মাথায় বন্দুক ধরে পাসওয়ার্ড জিজ্ঞাসা করলে নিমিষেই বকে দেবেন!
তো এই ছিল আজকের আর্টিকেলে। এই ধরনের হ্যাক অ্যাটাক সম্পর্কে আপনার মতামত জানার জন্য উতলা হয়ে রয়েছি, তাই অবশ্যই নিচে টিউমেন্ট সেকশনে আলোচনা শুরু করে দিন।
Share:

নবীগঞ্জে কিশোর শাহনাজ হত্যায় আটক ১

নবীগঞ্জের ক্রাইমজোন হিসাবে খ্যাত বোয়ালজুর গ্রামে শাহনাজ হত্যার দায়ে অবশেষে দীর্ঘ ২০ দিন পর একই গ্রামের আজির উদ্দিন (২৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
শাহনাজ হত্যা মামলার তদন্তকারী এস, আই পলাশ চন্দ্র দাশ রোববার দুপুরে আউশকান্দি বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে যান। সে বোয়ালজুর গ্রামের মৃত সাজিদ উল্লার পুত্র বলে জানা গেছে।
হত্যা মামলার বাদী শাহনাজের বড় ভাই সাহিদ মিয়া ৬ই ডিসেম্বর মামলায় উল্লেখ করেন তার ভাই শাহনাজকে গত ৪ই ডিসেম্বর দিবাগত রাতে মিনিবার ফুটবল খেলার পোষ্টার লাগানোর বাহানা করে বাড়ি থেকে ডেকে নেন খেলার সহপাঠি একই গ্রামের জসিম, সাজু, তুয়েল, ফরহাদ, খালেদ সহ অজ্ঞাতনামা আরো চার জন। পর দিন তার লাশ গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত অবস্থায় গ্রামের পশ্চিমের জোয়ালভাঙ্গার হাওড়ের পার্শ্বের কালিগঞ্জ নামক স্থানে দেখতে পান গ্রামের লোকজন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জে মর্গে প্রেরন করে। ওই দিন রাতেই শাহনাজকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক নিবিড় পর্যবেক্ষনে মাঠে নামে হত্যাকান্ডের ক্লু উদঘাটনে। কে সেই শাহনাজ হত্যার সাথে জড়িত ব্যক্তি?
পুলিশ ও এলাকাবাসী সুত্রে প্রকাশ, ওই গ্রামে পক্ষ-বিপক্ষের লোকের মধ্যে প্রায় ডজন খানেক মামলা আদালতে ও থানায় চলমান রয়েছে। দীর্ঘ দিন অতিবাহিত হলেও শাহনাজ হত্যার সাথে জড়িতরা রয়েছে অধরা। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ চন্দ্র দাশ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আজির উদ্দিন আটকের সত্যতা স্বীকার করেন।
Share:

শ্রীমঙ্গলের আগুনে পুড়ে ছাই ৮ দোকান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার দক্ষিন রোডে সোনার বাংলা মার্কেটে আগুন লেগে পুড়ে ছাই হলো আটটি ব্যবসা প্রতিষ্টান। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা করছেন। 
ঘটনাটি ঘটে গত রবিবার রাত দেড়টার দিকে। আগুনের সুত্রপাতের সঠিক তথ্য জানা যায়নি। অনেকেরই ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে একটি দোখান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্ঠার ফলে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
পারবেছ গ্লাস হাউজের মালিকের ছোটভাই আব্দুল কাইউম নয়া দিগন্তকে বলেন, রাত দেরটার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে মার্কেটে যাইয়া দেখি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা করতেছে। তিনি আরো বলেন, শুধু তাদের দোখানেই চল্লিশ লক্ষ টাকার মাল ছিল। এছাড়া দুটি কাপড়ের দোখান, দুটি ভূষিমালের, দুটি লাইব্রেরী, একটি কসমেটিকস ও একটি কম্পিউটারের দোখান একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। এতে কম হলেও কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।
Share:

ইসরাইলের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শোধনাগারটি বাজান কোম্পানির মালিকানাধীন।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগুনের লেলিহান শিখা আরো ছড়িয়ে পড়তে পারে।
হাইফা ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়োরাম লেভি বলেছেন, “এটা একটা মারাত্মক ঘটনা। আমাদের এই মুহূর্তের মূল লক্ষ্য হচ্ছে- অন্য ট্যাংকিগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা কারণ এসব ট্যাংকে বিপজ্জনক উপাদান রয়েছে।”
লেভি জানান, যখন আগুন লাগে তখন ট্যাংকিতে ১০০০ লিটার পেট্রোল ছিল কিন্তু কী কারণে আগুন লেগেছে এখনো তা নিশ্চিত হওয়া যায় নি। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এবং আগুনের তীব্রতার কথা বিবেচনা করে ওই এলাকায় যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ দূষণের আশংকায় স্থানীয় লোকজনকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : ওয়েবসাইট
Share:

শাকিব খানের ছবি: যা লজ্জা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ নামের একটি বাংলাদেশি ছবি মুক্তি পায় ২০১৬ সালের এপ্রিল মাসে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নম্বর তারকা শাকিব খান ছবিটিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেন। তার সঙ্গে আছেন জয়া আহসানও, যিনি কলকাতায় জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন। এই দুই তারকার ছবিটি ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে হাস্যকর গল্প ও চিত্রায়নের জন্য, যা বেশ লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে।
ridiculous cricket movie acted by shakib khan
ক্রিকেটে বাংলাদেশ বিশ্বমান স্পর্শ করলেও চলচ্চিত্রে বাংলাদেশ পিছিয়ে পড়া এক দেশের নামই। এই কথাটাই যেনো প্রমাণ হয়েছে ছবিটিতে। ছবিটি নিয়ে আজ কৌতুক ফেসবুক স্ট্যাটাস আপডেট করেছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি। একজন ভারতীয় ক্রিকেট সাংবাদিককেও দেখা গেছে ছবিটি নিয়ে ফেসবুকে কৌতুক করতে।
ছবিটিতে দেখা যায়, শাকিব খান অদ্ভুতভাবে লাফিয়ে লাফিয়ে ব্যাটিং করতে নামছেন। এর আগে তিনি ব্যাট দিয়ে পিটিয়ে গুণ্ডাদের মারলেও, ব্যাটিংয়ে নামার সময় তার হাতে কোনো ব্যাট থাকে না। বরং তার আগে আউট হওয়া ব্যাটসম্যানের ব্যাট ও হেলমেট পরে তিনি ক্রিজে যান!
অনুতাপের ব্যাপার হলো, এই ছবিটি মুক্তির আগে বিসিবির অনুমোদন নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা এই ছবিটি দেখেই তা মুক্তির অনুমতি দিয়েছেন। হাস্যকর এবং অত্যন্ত দুর্বল ও ক্রিকেট জ্ঞানহীনতায় ভরা ছবিটি তারা কিভাবে মুক্তির অনুমতি দিয়েছিলেন, তাও এক বড় রহস্য।
বাংলাদেশের লজ্জার কারণ হয়ে উঠা ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি নামক এক নির্মাতা। এটি বাজারে ছেড়েছে ফ্রেন্ডস মুভিজ নামক একটি প্রতিষ্ঠান। ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জনৈক রুম্মান রশিদ।
ছবিটির কিছু অংশের ভিডিও
Share:

নষ্ট বুড়িগঙ্গাকে দেয়া হবে পূর্ণ যৌবন; হবে ২য় হাতিরঝিল

নষ্ট বুড়িগঙ্গাকে দেয়া হবে পূর্ণ যৌবন; হবে ২য় হাতিরঝিল


















বুড়িগঙ্গাকে দূষণমুক্ত ও আধুনিক দৃষ্টিনন্দন করতে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে ২০ বছর। তবে প্রাথমিক অবস্থায় পাইলট প্রকল্প হিসেবে বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত করা হবে। চলতি মাসের শেষের দিকে কাজ শুরু হবে। এই পাইলট প্রকল্পের ওপর ভিত্তি করে ২০১৭ সালের শেষ দিকে হাজারীবাগ থেকে পাগলা পর্যন্ত পুরো কাজ শুরু করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্বব্যাংক ও বাংলাদেশ মিউনিফিসিয়াল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) আর্থিক সহায়তায় নদীর মূল অবস্থান অটুট রেখে সিঙ্গাপুরের কালং ও সিঙ্গাপুর নদী এবং বাংলাদেশের দৃষ্টিনন্দন হাতিরঝিলের আদলে সাজানো হচ্ছে বুড়িগঙ্গার দুই তীর।

ইতিমধ্যে ‘ঢাকা ইনটিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড স্মার্ট সিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট’ নামে এ প্রকল্পটির মাধ্যমে বুড়িগঙ্গার তীর ঘেঁষে হাজারীবাগ থেকে পাগলা পর্যন্ত আধুনিকায়ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ প্রসঙ্গে বাসসকে বলেন, ‘ঢাকার ইতিহাস বুড়িগঙ্গা এখন মৃতপ্রায়। এর প্রাণ ফিরে এনে নান্দনিকভাবে গড়ে তোলার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে একটা পর্যায়ে চলে যেতে পারব। ফলে বুড়িগঙ্গা হবে রাজধানীর দ্বিতীয় হাতিরঝিল।

ডিএসসিসি’র প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম জানান, বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনতে মোহনীয় এ প্রকল্পের বিষয়ে এরই মধ্যে মেয়র সাঈদ খোকনের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন দাতা সংস্থা বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। তারা প্রকল্পে ১ হাজার ৬শ’ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন। বাকি টাকা ডিএসসিসি তার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

তিনি আরো বলেন, এ প্রকল্পের আওতায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনা হবে। নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি করা হবে। অবকাশ যাপনের জন্য নদীর তীরে বিলাসবহুল রিসোর্ট, দু’পাড় ঘেঁষে থাকবে দর্শনার্থীদের জন্য বসার ছোট ছোট টেবিল, বিশেষ ধরনের সিরামিকের তৈরি ওয়াকওয়ে, সব বয়স ও শ্রেণির মানুষের জন্য থাকবে বিনোদন পার্ক, বসার স্থান, নদীঘাট, পর্যটকদের জন্য প্রমোদতরী, ভাসমান বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ থাকবে। নদীর দুই পাশের প্রশস্ত সড়কে থাকবে উন্নত বাস সার্ভিস। থাকবে তিন বা পাঁচতারকা মানের কয়েকটি রিসোর্টও।

সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা দপ্তরের কর্মকর্তারা জানান, ১৮টি স্লুইসগেট দিয়ে রাজধানীর স্যুয়ারেজ লাইন দিয়ে গড়িয়ে আসা কয়েক লাখ টন দূষিত পানি প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে পড়ছে। এই পানির সঙ্গে রয়েছে মাটি ও বিভিন্ন ধরণের রাসায়নিক বর্জ্য। এছাড়া হাজারীবাগের ট্যানারি থেকে নির্গত ক্রোমিয়াম, পারদ, ক্লোরিন, দস্তা, নিকেল, সিসা, ক্যাডমিয়াম, অ্যালকালি ও সালফাইড, এমোনিয়া, নাইট্রোজেনের মতো বিষাক্ত রাসায়নিক বর্জ্য বুড়িগঙ্গা নদী দূষণের মাত্রা আরও ভয়াভহ করে তুলছে।

প্রকল্প বাস্তবায়নের শুরুতে রাজধানীর ১৮টি স্যুয়ারেজ পাইপের পানি ফিল্টারিং করতে প্রাথমিক পর্যায়ে ৭ থেকে ৮টি পরিশোধন প্ল্যান্ট বসানো হবে। এতে কাঙ্খিত ফল পাওয়া গেলে সব স্যুয়ারেজ পয়েন্টে পরিশোধন প্ল্যান্ট বসাবে কর্তৃপক্ষ। নদীর পানির মান ঠিক রাখতে সিঙ্গাপুর, কোরিয়া, ভিয়েতনাম ও জাপানের অনুকরণে রাজধানীর স্যুয়ারেজ লাইনের পানি বুড়িগঙ্গায় পড়ার আগে তা আলাদা তিন থেকে চারটি পুকুরে রাখা হবে। প্রথম পুকুরে দূষিত পানি ফিল্টারিং হয়ে দ্বিতীয় ও তৃতীয় পুকুর হয়ে নদীতে যাবে।

প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্জ্যমিশ্রিত পানি পুকুরগুলো অতিক্রমের সময় এর সঙ্গে মিশে থাকা বিভিন্ন তরল ও কঠিন বর্জ্য পুকুরের তলদেশে জমবে। সেখান থেকে এসব বর্জ্য সিটি কর্পোরেশনের কর্মীরা অপসারণ করবে। ফলে কোন প্রকার কেমিক্যাল ছাড়া পানি স্বাভাবিক নিয়মে পরিশোধিত হয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়বে। এতে বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত হবে। পরিবেশ ক্ষতির বিষয়টিও পর্যবেক্ষণে রাখবে ডিএসসিসি। বর্জ্যমিশ্রিত পানি প্রথমে যে পুকুরে রাখা হবে সেটি বিশেষ সংরক্ষণের ব্যবস্থা নেয়া হবে, যেখানে সর্বসাধাণের প্রবেশাধিকারও নিষিদ্ধ থাকবে। পর্যায়ক্রমে এ ধরনের পুকুরের সংখ্যা বাড়ানো হবে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে দিতে ডিএসসিসি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যার কারণে বুড়িগঙ্গা হবে বিনোদন ও প্রকৃতিপ্রেমীদের অভয়ারণ্য। 

সূত্র: বাসস
Share:

অনলাইন Earning এর ০৫ টি উপায়। Online- এ আয় করার জন্য সবার জানার দরকার



অনলাইন Earning এর ০৫ টি উপায়। Online- এ আয় করার জন্য সবার জানার দরকার

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন সকলেই। বেশ কিছুদিন পর আজ একটা টিউন করতে বসলাম। শিরোনাম দেখে বুঝতে পারছেন। আমরা যারা অনলাইন আর্য়ের নতুন তাদের জানা দরকার এবিষয়গুলো সম্বন্ধে। যারা জানেন তাদের জন্যও আবার মনে করিয়ে দেওয়ার জন্য আজকের টিউনটা। আশা করি সবার উপকারে আসবে। আজ অনলাইন আর্য়ের ০৫ টি বিষয় নিয়ে আলোচনা করব। নিচে ধাপে ধাপে বর্ননা করা হল। যদি ভাল লাগে তাহলে টিউমেন্টস করবেন।
  1.   Cost Per Click (CPC)

    CPC মানে হল আপনি আপনার ব্লগ,  ফোরাম, ওয়েবসাইট, এপস ইত্যাদি সাইটে  কিছু এড  কোম্পানীর এড  সো করবে এবং যারাই এই এডগুলোতে ক্লিক করবে  দেশ, সময় এবং ইউজার বুঝে আপনাকে কিছু অংশ আপনাকে  পে করবে। এটাই সিপিসি এর আয়ের মাধ্যম। নিচে কতগুলে CPC সাইটের নাম  দেওয়া হল যা এখন সবচেয়ে ভাল সাইট আয় করার জন্য।
    • Google Adsense
    • Media.Net
    • Chitika
    • Clicksor
    • InfoLinks
    • Kontera
    • Bidvertiser
  2. Cost Per Mile (CPM)

    CPM হল আর একটি এড এর মাধ্যমে টাকা আয় করার উপায়। যা সাধারনত  পেইজ ভিউ এর উপর ভিত্তি করে  আপনাকে  পে করবে। এটাও অনেকটা সিপিসি সাইটের মত। আপনার  ওয়েব সাইট বা ব্লগ সাইটের  প্রতিদিনের  পেইজ ভিউ যদি ১০০০ এর উপরে হয় তাহলে এই সাইটগুলো  থেকে আয় করতে পারবেন। নিচে কিছু সাইট এর ঠিকানা  দেওয়া হল।
    • Tribalfusion
    • BrustMedia
    • BuysellAds
    • Valueclickmedia
    • VibrantMedia
    • Adpepper
    • Cpxinteractive
    • MadadsMedia
  3.  Sell Affiliates Products

    এর মাধ্যমে আপনি বিভিন্ন  সোস্যাল সাইট, ব্লগ, ফোরাম, ব্যক্তিগত সাইটে বিভিন্ন পণ্যের  এড  সো করে আয় করতে পারেন। আপনার সাইট  থেকে যদি  কেউ  কোন পণ্য কিনে তাহলে এর একটা অংশ আপনাকে  পে করবে। নিচে এই রকম কিছু সাইটের ঠিকানা  দেওয়া হল।
    • Google Affiliates
    • ClickBank
    • Commission Junction
    • E-junkie
    • Amazon Affiliates
    • eBay Affiliates
    • DigiResult 
    • FreeLancer
  4.  Earn From Uploading

    আপনি কিছু সাইটের মাধ্যমে ফাইল, সফটওয়্যার,ছবি, এন্টিভাইরাস ইত্যাদি আপলোড করে আয় করতে পারেন। আপনার আপলোড করা ফাইল যত বেশি ডাউনলোড হবে আপনার আয়ও তত  বেশী বাড়বে। নিচে কিছু সাইটের ঠিকানা  দেওয়া হল।
    1. ShareCash.org
    2. CashFile.org
    3. Uploadables
  5. Write For Other Sites

আপনি কিছু সাইটের বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে আয় করতে পারেন। এই সব সাইটে বিভিন্ন ক্যাটাগরির উপর লিখে এই সব সাইট  থেকে আয় করতে পারেন।
  1. PayPerPost
  2. Social Spark 
  3. Sponsored Review
  4. RevewMe
  5. Payu2Blog 
  6. Hubpages.com

আজ তাহলে এই এতটুকুই। আমার একটা অনলাইন Earning এর সাইট আছে সময় থাকলে ভিজিট করতে পারেন।  একটি সাইটের প্রাণ হল ভিজিটর।



আমার সাইট Eatformula.com


Share:

আপনার ফ্রিলেঞ্চিং (Freelancing) শিখা হোক প্রতিদিন আয়ের মাধ্যমে

আসসালামুয়ালাইকুম।
সবাইকে আজকের OUTSOURCING / Freelancing Tutorial এ স্বাগতম,আশা করে সবাই টিউনের Tittle দেখে বুঝে গেচেন যে কি নি আলোচনা হতে যাচ্ছে আজকে মূলত আলোচনা করবো বর্তমান সময়ের সবছেয়ে জনপ্রিয় পেশা Freelancing / Outsourcing নিয়ে বর্তমানে অনলাইন জগতে সবছেয়ে ঈর্ষাণীয় পেশা হল Freelancing / Outsourcing,আপনি ছাইলে আপনার এই ক্যারিয়ার শুরু করতে পারেন প্রতিদিন ছোট ছোট আয়ের মাধ্যমে,আমাদের সঠিক ধারণা এবং সঠিক Guideline না থাকার কারণে আমার আমাদের টার্গেটের আগেই দূরে চলে যেতে হয়যাতে করে আমাদের এই বিষয়ে অনেকের অনেক ধরণের ধারণা সৃষ্টি হয়।
 আমার এই বিষয়ের উপর ধারাবাহিক টিউন থাকচে,
আমাদের সাথে থাকুন আশা করে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন।আজকে থাকবে কিবাভে প্রতিদিন ছোট ছোট কাজ করে আয় করা যায়।

এখানে মূলত MicroWorker এর মত একটি Web site নিয়ে কথা বলা হয়েচে যাহা মুলত Microworker এর চেয়েও অনেক গুনে ভাল এবং তাদের ছেয়েও অনেক বেশি পে করে যার কারনে আমার পক্ষে থেকে আপনাদের শিখার জব্য এতটুকো ছেস্টা করলাম মাত্র।আপনাদের প্রতি একটা অনুরোধ অবশ্যই এই টিউন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যদি কোন ধরণের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের Facebook Group ও করে নিতে পারেন, যারা আমার আগের Tune দেখেন নি তারা অবশ্যই আগের টিউন দেখে আসবেন
 সামনের পর্বে থাকবে SEO এর Advance পর্ব নিয়ে যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে ভূলবেন না
Share:

অনলাইনে আয় করা কি এতই সহজ?

টাইটেল টা দেখেই বুঝে নিবেন আসলে কি বলতে চাচ্ছি?

কেন বলছি, তার তো অবশ্যই একটা কারন আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আমি ফেসবুক চালান শিখি ২০১০ সালে। ২০১৩ সালে শুনি অনলাইনে নাকি আর্ন করা যায়। এরপর বহুত পিটিসি সাইটে গিয়া খামোখা সময় নষ্ট করছি। বহুত ফালতু সাইটে গিয়া টাকা কামানোর ধান্দায় সময়, পরিশ্রম দুইটায় দিয়েছি। এখনও টেকটিউনস সহ অনেক জায়গায় দেখবেন এইসব প্রতারনামূলক পোস্ট দিয়ে বেড়াচ্ছে, কিছু না করে ঘরে বসে ইনকাম করুন। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক পথে অনলাইনে সত্যিই ইনকাম করা যায়। তবে অনলাইনে ইনকাম যাদের করা উচিৎ নয় তাদের কথাই আগে বলে নাই।
  • যাদের বাবার অঢেল সম্পত্তি আছে
  • যাদের টাকা পয়সা নিয়া কোন টেনশন নাই
  • যাদের প্ররিশ্রম করার এবিলিটি নাই
  • যারা ইংলিশে খুবই দুর্বল
যারা পড়াশোনা করছেন মানে স্টুডেন্ট, তাদেরও বলব অনলাইনে আর্ন করার ধান্দা নিয়ে এখানে এখনই সময় দিয়েন না, যতই বলেন পার্ট টাইম, টাকার নেশা ধরে গেলে পার্ট টাইম ফুল টাইম হয়ে যায় আর পড়াশোনা গোল্লায় চলে যায়। আগে পড়াশোনা শেষ করেন, তারপর না হয় এই লাইন নিয়া ঘাটাঘাটি কইরেন, নইলে আমাদের মত অবস্থা হবে। অনলাইনে আর্ন যাদের করা উচিৎ তাদের সংক্ষিপ্ত বিবরন নিচে দিলাম
  • আর্থিক সমস্যায় যারা আছেন
  • ইংলিশে ভাল (খুব ভাল হতে হবে তা নয় তবে হলে ভাল)
  • চাকুরি বা অন্য কিছুর পাশাপাশি অনলাইনে যারা ক্যারিয়ার করতে চান
  • দ্রুতগতির ইন্টারনেট
  • ডেস্কটপ/ল্যাপটপ
তো উপরল্লিখিত বিষয় যাদের আছে তারা অনলাইন আর্নিং এ স্বাগতম। তো অনলাইন আর্নিং এ যেসব সেকশন নিয়ে কাজ শিখতে পারলে সবচেয়ে ডিমান্ড ভাল সেগুলো বলে নেই।
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপিং
  • এসইও
  • আর্টিকেল রাইটিং
  • ইমেইল মার্কেটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
উপরের যে কোন সেকশন নিয়ে আপনি কাজ শিখতে পারেন। কোনটাই কোনটার চেয়ে কম না। তবে আমি আপনাদের সাজেস্ট করব, আপনি কমবেশি প্রথমেই সবগুলো নিয়ে অল্প করে ঘাটাঘাটি করে দেখবেন কোন সেকশনের কাজ আপনার সবচেয়ে ভাল লাগে। পরে নির্দিষ্ট একটা সেকশন নিয়ে উঠে পড়ে লাগবেন। প্রথমেই কত টাকা পাব, কিভাবে পাব এই টেনশন করা বাদ দিয়ে কাজটা কিভাবে পুরোদমে আয়ত্বে আনা যায় সেইটা করবেন। এই যুগে যারা অরিজিনালি কাজ পারে তাদের ভাতের অভাব হয় না। এখন আসি এইগুলোর কোন একটা কিভাবে শিখবেন? হ্যা, এইগুলোর কোন একটা ‍যদি শিখতে চান আপনি সরাসরি গুগল ও ইউটিউবের সাহায্য নিবেন, আপনাকে টাকা দিয়ে কোখাও ভর্তি হওয়ার দরকার নাই, কোন কোর্স করার দরকার নাই, কোন বড় মার্কেটার বা ট্রেইনারের হাত পা ধরার দরকার নাই। আপনার যদি ইচ্ছা থাকে বিনা পয়সায় (খালি নেটবিল) আপনি কাজ শিখে মার্কেটপ্লেসে জব করতে পারবেন। আপনি যে সেকশনের কাজ শিখতে চান খালি ঐ প্রোগ্রামের নাম টা লিখে গুগলে বা ইউটিউবে সার্চ করেন দুনিয়ার বড় বড় বাঘা বাঘা ট্রেইনার আপনাদের শিখানোর জন্য টিউটোরিয়াল দিয়ে বসে আছে। আর অত দূরে যাওয়ারও দরকার নাই। টেকটিউনস এ নির্দিষ্ট সেকশনে বড় বড় ট্রেইনার দিল খুলে চেইন টিউটোরিয়াল দিচ্ছে সেগুলো দেখে দেখে শিখতে পারলে আপনার আর কোথাও যাওয়ার দরকার নাই। ফেসবুকে একবার একজন বিখ্যাত ফ্রিল্যান্সারের স্ট্যাটাস আপডেট দেখছিলাম। বিবরনটা সংক্ষেপে বলছি “মানুষ ক্লাস ওয়ান থেকে ১৭/১৮ বছর ধরে অনার্স মাস্টার্স পাস করে ৮/১০ হাজার টাকা বেতনের চাকুরি পায়, আর অনলাইনে ১/২ মাস কাজ শিখেই মাসে লক্ষ টাক ইনকাম করার ধান্দা টা বোকামি বা রাম ছাগলামি ছাড়া কিছু নয়”। তো এই বার্তার মাধ্যমে বুঝে নেন, অনলাইন আয় কি জিনিস। তবে হ্যা ঠিকমত ৫/৬ মাস ধরে একটি নির্দিষ্ট সেকশন নিয়ে কাজ করলে আপনি লক্ষ না পারেন মানসম্মত টাকা মাসিক ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ।

আমি কে, কেন উপরের চটাশ চটাশ কথাগুলো বল্লাম?

এতক্ষনে হয়তবা ক্ষেপে গেছেন যে কেডা আমগরে জ্ঞান দিতাচে। আসলে ভাই আমিই খুবই সাধারন মানুষ। নাম ফরহাদ হোসেন। পেশা হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার মতন প্রতারনামূলক সাইট বা পোস্টের ফাদে পা দিয়ে মিছাই সময় নষ্ট না করে ভাল কিছু করেন। আমি অনলাইন আর্ন করার আগে অনেক ধাক্কা খেয়েছি আপনারা সেগুলো না করেন। যেখানেই দেখবেন পিটিসি, যেখানেই দেখবেন বিটকয়েন, যেখানেই দেখবেন হাজার হাজার ডলার কিছু না করেই আয় করুন- সেই সব জায়গা সেই সব পোস্ট, সাইট থেকে নিজেকে ১০০ হাত দূরে রাখুন। আমি এই বছরের শুরু থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি এবং আমি ব্যক্তিগত ভাবে এই লাইনে সফলতা পাইছি। আমি কাজের পাশাপাশি এখনও লার্নিং এর উপরে আছি। আমি বগুড়ায় থাকি। বগুড়ায় আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে। এনারাও যাতে অনলাইনে সফলতা পায় এজন্য তাদেরকে নিয়ে গত মাসের ১৭ অক্টোবার থেকে প্রতি শুক্রবার একসাথে বসে ওয়ার্কসপ করছি। ফেসবুকে গ্রুপ খুলেছি যাতে আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি। আমি প্রতি সপ্তাহে সেমিনার করার চিন্তা ভাবনা করেছি যেখানে কাজ শিখার জন্য একটি পয়সা কাউকে দিতে হয় না।আমাদের গ্রুপে এসইও বস, আর্টিকেল রাইটার সহ অনেক ক্যাটাগরির বস আছেন। আমার ইচ্ছা আমি যেন আরও বড় অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারি আমার গ্রুপ মেম্বারদের কিছু ডিজিটাল সহায়তায়। আমাদের সেমিনার বা ওয়ার্কসপের মেইন ফোকাস হচ্ছে হেল্প ট্রেডিং।

পরিশেষ কথা

আপনারা যারা আসলেই অনলাইনে কাজ শিখতে চান তারা বাংলাদেশের কিছু ভাই এর সাহায্য নিতে পারেন। ওয়েব ডেভেলপিং এর খুটিনাটি শিখার জন্য আর আর ফাউন্ডেশন এর বস এবং বাংলাদেশের গোল্ডেন ওয়ান রাসেল আহমেদ ভাই এর সরাসরি সাহায্য নিয়ে এই সেকশনে মাস্টার্স কমপ্লিট করতে পারবেন। এসইও শিখার জন্য MH soft ltd এর সাহায্য নিতে পারেন। তাছাড়া টেকটিউনস তো আছেই। অ্যাফিলিয়েট মার্কেটিং শিখার জন্য গুগল, ইউটিউব ছাড়াও আমাদের গ্রুপে জয়েন করেও সরাসরি শিখতে পারেন। আমাদের গ্রুপের ঠিকানাhttps://www.facebook.com/groups/Affiliatecoursebd
আপনাদের অনলাইন সাকসেস কামনা করছি। ভাল লাগলে বা কোন অভিযোগ থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
Share:

অনলাইনে আয়ের উপর নিয়ে নিন চমৎকার গাইডলাইন বাংলা পিডিএফ ই-বুক। শুধুমাত্র নতুনদের জন্য।

http://hourlybirds.party/wp-content/uploads/2015/06/
আসসালামু আলাইকুম। অনলাইনে আরনিং সম্পরকে ভাল কোন বাংলা ই-বুক বর্তমান এ নেই বললেই চলে। তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম অনলাইন আরনিং সম্পর্কিত ই-বুক। মিডিয়াফায়ার ডাউনলোড লিংক দিলাম। বইটি কেমন হয়েছে জানাবেন প্লিজ। আগেই বলে রাখি এটি কিন্তু নতুনদের জন্য।


দেখে নেই বইটি কি সম্পর্কেঃ
প্রকাশনা সম্পর্কে- বইটির প্রকাশক আইটি বাড়ি। এই বইটি সম্পূর্ণ ফ্রীতে দেয়ার জন্য তৈরি করা হয়েছে। কোন রুপ বিক্রির জন্য নয়। বইটি নতুনদের অনালাইনে আয়ের সঠিক দিক নির্দেশনা দিবে। কাজেই নতুনরা বইটি ডাউনলোড করুন এবং সবার সাথে শেয়ার করুন।
বিষয়বস্তু ঃ Online Earning PDF Bangla E-book (Part- 01 and 02)
মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক –
এই রকম আরও বই পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- এখানে ক্লিক করুন। 
নোট- পোস্টটি এখান  থেকে সংগৃহীত। শুধুমাত্র শিক্ষার উদ্যেশ্যে শেয়ার করা হয়েছে আপনাদের সাথে।
বইটি যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।
Share: